আবার গিয়েছি থমকে।
বৃষ্টিতে ভিজছে এ শহর...  
আর চোখের জল ডিঙ্গিয়ে
ওরা চলছে ইছামতীর টানে,
এ দৃশ্য দেখা যায় না বড় একটা।
খুঁজতে চেয়ো না মানে,
নাও না একটু জিরিয়ে...  
এ বিশাল দায়ের বহর,
ভেবো না যাবে চমকে!


হোঁচট খাচ্ছে ওরা জমা জলে ভরা গর্তে,
ঘূর্ণির তোড়ে ঘুরছে মাথা দশদিক,  
স্বজন পোষণে রাখেনি শরীর বস্ত্র...
উলঙ্গ তার ঢেকে চলে জলে লজ্জা।
শূন্যে ছুঁড়ে খুঁজছে হাতও অস্ত্র,
নোঙ্গর কোথায় এখনও জানে না ঠিক...
জলের স্রোতে ভেসে যাওয়ার শর্তে।


এমন করে চেয়ো না লজ্জা পাবে!
বিব্রত বোধ লুকানো যাবে না চোখে,
শুধু দীর্ঘশ্বাস ফেলো একরাশ আলোমাখা...  
জামার খুঁটটা খুঁটে নিয়ে আলতো নখে,
দেখো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।


এমনই চলেছে ঘটে, তাই আমরাই গতিশীল।
তোমার দুচোখে সবার কথা রাখা...  
এগিয়ে গিয়েছ তুমি, শুধু কথাগুলো স্থিতিশীল।


চোখের জল ডিঙ্গিয়ে বৃষ্টিতে ভিজছে এ শহর, তাই আবার গিয়েছি থমকে!