ধর্ম কি তুমি অধর্ম আজ জানতে চাইনা আমি,
আমি যদি সূত হই আজ তবে বন্ধু তোমায় মানি।
সাদা কালো সব একই হল যেন একটু বেঁকিয়ে দেখা,  
মনের রঙেতে মিলে যে গেলো, তাকেই মাথায় রাখা।  
নাহয় তুমি হলেই বা আজ এক আস্ত সুযোধন,  
ভরসা তবুও তোমাকেই করে আজও এ সূতমন।


আমারও শাপ, তোমারও শাপ, ভাগ্যের পরিহাস,
ললাটে বিধাতা লিখেছে ছ'দিনে অবজ্ঞারই ত্রাস।
আমার এ তুচ্ছ ক্ষত বিক্ষত হৃদয়ে আগুন জলে
একফোঁটা জলও কেউ ঢালেনি এ ভস্মের জঞ্জালে।
তবুও এগিয়ে এসেছ তুমি, বাড়িয়ে দিয়েছ হাত,  
বন্ধু করে তুলেছ বুকেতে ভুলেছ আমার জাত।  


তোমার মতই বন্ধু হোক আজ আবারও একটি বার,  
কোনদিনও কোন কর্ণ তাহলে মানবে না আর হার।  
কি যে পাপ আর পুণ্য কি তা হিসেব রাখুক ন্যায়,
বন্ধু হয়েই, বন্ধু সয়েই, জীবনটা হোক ব্যয়।
কে দেয় জন্ম ,মৃত্যু কে দেয়, খুঁজবো না তাকে আর,
তোমার মতই বন্ধু সবাই পায় যেন বারবার।