দেখিনি তার মুখ,
তবু তারি তরে সুখ
খুঁজে মরি বারে বার,  
সামনে কখনও,  
পিছনে কখনও  
তারি তরে, চেয়েছি বারংবার।


পাইনি খুঁজে
তাই না বুঝে,  
নিজেকেই বারবার
হেনেছি আঘাত,  
দিয়েছি ব্যাঘাত,  
হয়েছি যে জেরবার।


করেছি যা
চেয়েছি তা,  
সব তারি আবদারে,  
হারিয়ে কিছু,  
ভুলেছি কিছু,  
তারই অদরকারে।


জলের আয়না
ধরলো বায়না,  
রয়েছি কি আমি খুশ!
উত্তমও আমি,  
অধমও আমি,  
আমায় ঘিরে আছে কোন হুঁশ!