কুঁচকানো চাদরের খুঁটে বাঁধা
আশির্বাদী ফুলের মতন,
আঙ্গুলে আঙ্গুল জড়ানো কথাগুলো
পড়ে থাকে অযত্নে।


মাঝে মাঝে চোখের তারায় ঝলসে ওঠে
মোরাম বিছানো জংলা পথ,
তেরচা চাউনির আঁকিবুকি,
কফি বনের জঙ্গলে কাঠবিড়ালি
আর নীলমাখা জোনাকির ছুঁয়ে দেওয়া -  
আর ঝর্ণার বাস্পে ঘর যায় ভরে।


নদীর জলের ধারেই চলে নিরন্তর খরার চাষ...


তাই ঘুম থাকে ঘুমের দেশে
চোখে অন্ধকার।


শেষ হয়েও শেষ না হওয়া
অপেক্ষারই শেষ মোড়েতে
ক্ষরণ দুর্নিবার।