চিৎকার করে ডেকো একবার
কেউ শুনবে না দেখো;
জাপটে ধোরো শূন্যতা
আর  চুপ করে বসে ভেবো,
তুমি উঠতে পারো আবার...
ভাবাটা ভীষণ কঠিন ওদের  
আর বিচারটা বড় সোজা;
তাই কোনোকিছুই না ভেবে ওরা
দিয়েছিলো মাটি চাপা...  
বোঝেনি তুমি চাপা বীজের মত!


তাকিয়ে দ্যাখো চারদিক
ইতিউতি ছড়িয়ে প্রচুর আগাছা,  
যেন ছোট ছোট খুপরির মত ঘরে
জংলা কিছু মানুষ শুধু ফানুস বুনে চলে...


চিৎকার করে ডেকো একবার
শুনলেও ওরা শুনতে পারে,
মাটি ফুঁড়ে সূর্য ছুঁয়ে দিয়ে
শুকিয়ে নিয়ে ডানা
ওলট পালট উড়তে পারবে ওরা...
উল্টে দেওয়া স্বভাব তোমার জানি;
পাল্টেদেওয়া নয়, পাল্টে দিলে
উল্টো মানেও উল্টো হয়ে যায়...
তাই তুমি ওলট পালট হাওয়ায়,
চুপচাপ চলো বেড়ে চাপা বীজের মত!