কাকজোছনায়ও নয়...
লোকটা আচমকা
মধ্যরাতেই ঘুম ভেঙে উঠে পড়েছিল,
তান্দ্রাচ্ছন্ন ঘোরেই শুনেছিল কাকেদের ডাক...
শহুরে ল্যাম্পপোস্টের সাদা আলোতে  
ভুল করে কাকগুলোই রাতটাকে ভেবে বসেছিল ভোর।


ভোর ভাবা রাতে
লোকটা আনমনে স্বভাব বশতই ঠুকরে চলল আস্তাকুরের স্তূপ।  
মন মত কিছু না পেয়ে,
একরাশ নিষ্ফল খিদে নিয়ে
ফিরে গিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়লো আবার।


আবার এমনি আরেকদিনে তার কথা শুনে
আরও কিছু লোক এলোমেলো ঠোকরালো আবর্জনার ভাণ্ডার...  
তারপর কিছু না পেয়ে তারাও আঁচল ঢাকা ঘুমে শুতে চলে গেলো।  


গেলো, কিন্তু পরে রোদের সকালে ফিরলনাকেউই আর!  
সেদিন গাছের ছায়ার আড়ালে
কা-কা করে ডাকলই না কাকেরা,
বরং নিজেদের মধ্যে হাসতে ছাড়ল না।
মিডিয়ায় দেখিয়েছিল তা...


তা সেই ভুল করে জাগা রাতের আর সকাল হয় নি বলেই এখনও,
হোমকুণ্ডে সাগ্নিক জ্বলছে আজ।


আজ যজ্ঞ্য কুণ্ডের ছাইয়ের টিপ আর পোড়া কলা বিলি হবে...
চলো নিয়ে আসি...