আর
কতটা ডানা ঝাপটালে জীবন আকাশ হতে পারে?
কতটা পাখনা মেললে গাঙ সাগর হতে পারে?
চাঁদ কতটা ছোট্ট হলে রুটির আকার নেবে?
চিন্তা কতটা গভীর হলে স্বপ্নে ধরা দেবে?


আবার
বিশ্বাসগুলো থাকবে বেঁচে কিসের স্মৃতির তরে?
পাথর ধোয়া জল কত আর চরণামৃত হবে?
বদলের সেই লাল আর কত সবুজ নেবে,
সূর্য ছুঁতে গিয়ে কত চিতায় পুড়তে হবে?


জেনো
এসব কথা বলবে না কেউ,
কোনও শহরে ও গ্রামে -
শিখতে হবে তোমায় আমায়
এই জীবনের দামে।


এসব
প্রশ্নে আপন ও পর,
অবজ্ঞারই সুরে,
ফেলবে তোমায় আস্টেপৃষ্টে
ধুলোয় উপুড় করে।


তাই
মাথা উঁচু কর এবার
এমন নতুন ভাবে -
যখন,
তোমার চোখে চোখ রাখতে,
সূর্য নত হবে।