প্রতিদিন কোনোখানে সময়ের পাঁজর চেরা
সাগরের বাঁকে,
বা হয়তো গণিকার পাতা ফাঁদে
পটভূমির গায়ে সূর্য আস্ত যায়;
শতাব্দীর কোনো নটীর ঘরে
নীলকণ্ঠ যৌনমত্ততার জীবনোৎসবে|


তারপর অলক্ষ্যে  শুভ্র স্ফটিক পেয়ালায়
ব্যাবিলন, গ্রীস, ফ্রান্স, লন্ডন মিশে যায় নিজের সাথে|
পৃথিবী আজকে হাতের তালুর থেকেও নিজের কাছে -


পড়ে থাকে ঘাসফুল, দোপাটি...
শান্ত জীবন বহু দূরে।
গন্ধ ভাসায় নীল সোফাসেট, ক্লান্ত ঘড়ি ;


মত্তজীবন গতিময়তার রসদ ফুরিয়ে এলে
কোলাহল - হলাহল মাখা বাঁচার বাইরে এসে,
স্বপ্ন দেখবে বলে আবার চেতনায় ভর করে -
জ্ঞান হলে মেঘের আটচালা সরিয়ে দেখে ঢেউয়ের ওপারে ঢেউ,
আর সূর্য সপ্তঘোড়ার রথের পাশেই বসে আছে, শুধু
পড়ে আছে মৃত্তিকার ওপারে আস্তাবল ...