কিছু দিন এমনিই গেছে কেটে,  
আরও কিছু যাবে তারই ভারে
ওমনি করেই কেটে।  
চড়ের শেষে সূর্য ডোবে
চাঁদও ওঠে ভেসে, তাই
কিছু জল এমনিই গেছে বয়ে,  
আরও কিছু যাবে তারই স্রোতে
ওমনি করেই ভেসে।  


কিছু কথা আজ বলা হয়ে গেছে।
আরও কিছু কথা বলার আছে বলে,  
ওমনি করেই কালও বলা হবে।
জঙ্গলেতে হাওয়া বয়
অজানা দিশায় তাই,  
কিছু পথ অকারণে গেছে চলে,
আরও কিছু পথ যাওয়ার আছে বলে
ওমনি করেই পিছু পিছু যাবে চলে।


কিছু সময় এমনিই হয় ক্ষয়,
আরও কিছু অজান্তে তারই সাথে
ওমনি করেই হয়ে যাবে ক্ষয়।
জল শুকিয়ে হাওয়ায় বাষ্প জমে,  
বাষ্প গলে জলেই জমা পড়ে, তাই
কিছু মেঘ এমিনিই গেছে ভেসে,  
আরও কিছু হাওয়ার ছোঁয়া মেখে
ওমনি করেই চলে যাবে ভেসে।


কিছু মানুষ এমনিই আসে যায়।  
আরও কিছু মোহ মায়ার দোলে,  
ওমনি করেই আবার আসবে যাবে।  
আঙ্গুল ছুঁয়েও হাত ধরে না কেউ,
কেউ যোজন দুরেও পরশ-ফসিল থাকে...  
কিছু জীবন হঠাৎ ছুঁয়ে যায়,  
আরও কিছু কারণ না কিছু পেয়ে
ওমনি করেই অকারণ যাবে ছুঁয়ে।