দিন দিন সব পালটে যাচ্ছে,  
দিনটা তবুও দিনই থাকছে,
হাওয়ায় যদিও বিষও মিশছে...
তবু হাওয়ার নামটা হাওয়াই থাকছে।  


সূর্য, তারা সবই চলছে,
হ্যালোজেন মত চাঁদও জলছে,
মাটির ওপর বৃষ্টি পড়ছে,
তবু মাটিতে জলের তলও কমছে।


চাষও হচ্ছে, বাসও হচ্ছে,
খিদে, ঘুম সবই পাচ্ছে,
ট্যাঁকের দমে পেটও ভরছে...  
তবু দেশে দেশে ঠিক যুদ্ধ হচ্ছে।  


নাইবা জানছো, নাইবা বুঝছো,
কি থেকে কি হয় নাইবা শিখছো,
তাই তো মুখটা থুবড়ে পড়ছো,
শুধু হুতুম রাজ কে সবাই দুষছো।

আলো জালতে তোমরা ভুলছো,
চোরের জন্যে দরজা খুলছো,
রাতের আঁধারে তোমরা ঢুলছো...
শুধু হুতুম রাজার পর্দা তুলছো।

তোমরা সবাই দীক্ষা নিচ্ছ,
রাজার মত চোখও বুঁজছো,
কিন্তু আসলে কি যে পাচ্ছ,
একবারও কি তা ভাবতে যাচ্ছ।


সূর্য ডুবছে, রাত্রি আসছে,
কালের জোয়ারে কালও ভাসছে,
ঢেউয়ের দোলায় হুতুম নাচছে...
আর তোমার পেটেতে বাদ্যি বাজছে।


এখনও যদি নাই বা বুঝছো,
জেনো একশো দিনের কাজটা করছো,
লাঙ্গল ধরছো, গাঁইতি মারছো,
আর নিজের জন্যে কবর খুঁড়ছো।