কেমন আছো?
জিজ্ঞাসা করলে  
অবাক হব, নাকি বিব্রত...
ভাবিনি কখনোও।
হয়তো ভাবতে পারি
শুধাওনি কেন আগে, বা হয়তো
এমন করে শুধাওনি
আগে তো কখনোও!
বলার ছিল তখন
কারণ কথার মত,
এখন শুধু হাতরে বেড়াই
প্রশ্ন কথার মতন;
চিন্তা থেকেও প্রশ্ন দূরেই...
তোমার "কেমন আছো"?


আমার এখন
আকাশ আছে, তারা আছে,
তাড়া করে বেড়ায়
সকাল সাঁঝে, উদয় অস্ত
পূব পশ্চিম ছোটায়...
সময় দেয়না
অবাক হওয়ার, বিব্রত তো দূর।
অচেনা সব শব্দই আজ
আমার চেনা সুর।
তবুও যদি জানতেই চাও
কেমন আছি আমি,
দাঁড়াও একটু, হাঁফ নিয়ে নিই,
ছোট্ট করেই বলি ...
সেদিনও ছিল কষ্টটা,
আজকেও আছে খুব,
তফাত শুধু হারানোর
আর আজ, পাওয়ায় বাঁধা সুখ!