অতদূর যেতে পারো তুমি,
চোখ চলে যায় যতদূর?
ততদূর যেতে পাড়ি আমি,
পথ বেঁকে যায় যতদূর!
ছুঁয়ে থেকে আঙুলখানি
লিখে দিতে পারো কি কবিতা?
তোমাকে ছুঁয়ে দিতে পারি
ভেবে ছন্দে বাঁধা পড়ে লিখি যা!


রাত জাগা পাখীদের নীড়ে ওই,
ফেলে আসা কথাদের ভিড়ে ওই,
পারবে কি জেগে তুমি থাকতে
জল রঙা নীলভরা আকাশে?
তাহলেই সেই নীল নির্জনে,
পাখীদের সাথে আজ কূজনে
গান বেঁধে নীলচে মেঘ সুরে,
যেতে পারি দুজনায় সে দূরে।  


যেখানে থাকবে না কোনও রঙ,
ভালোবাসা সাজবে না কোনও সঙ,
যেথা চেয়ে থাকা দুজনায় শুধু কাজ...  
এমনই সে দূরে যাব চলো আজ!  
দূরে যদি যেতে তুমি করো ভয়
জ্বেলে দেবো আলো সেই পথে নয়
ভালো করে চেয়ে দেখে আমাকে
দিও তবে দুটো হাত এ হাতে।