হেঁটে চলেছ নির্জন টানে
মায়ার বাঁধনে অলক্ষ্যে...  
আপন চিতার পানে
কোন সে তিথির আগমনে, হে পথিক?


তুমি যদি গান হও
তবে প্রশ্ন করে নাও...
"বলো স্বরলিপি,
নতুন সে কোন সুর তোমার কণ্ঠে আছে,
যে পাবে আবার
সবশেষের পাড়ের নিমন্ত্রণ"?
যদি উত্তর না থাকে
থমকে যাও, স্থিতু হও
তোমার মুক্তি এইখানে।


তুমি যদি কাঙ্গাল হও,
নিজের উষ্ণীষ ধুলোয় গেঁথে
একবার তাকে প্রশ্ন করে নাও...
"ধুলো বলো,
পারবে কি তুমি সদ্যস্নাতকে
মাতৃক্রোড় থেকে ছিনিয়ে নিতে
তিথির আগমনে, সেই নিপাতের দেশে"?
যদি না পাও উত্তর তবে
নিশ্চুপ হয়ে যাও,
জোনাক সাগরে উই ঢিবির বর্ষাগানে।  


যদি তুমি প্রেম হও তবে
বাধ্য হোক ভালোবাসা উত্তর দিতে...
"ধুলোর মত উড়িয়ে নিয়ে
তিথির আগমনে সুরের নিমন্ত্রণে
পারবে আবার রাখতে আমাকে প্রিয়ার অঙ্গনে"?
যদি উত্তর দিতে না পারে তবেই
"হেঁটে চলো নির্জন টানে,  
মায়ার বাঁধনে অলক্ষ্যে
আপন চিতার পানে, হে পথিক"।