রাত জাগো গোচরে অগোচরে
বহু জমায়েতের মাঝে,
স্থিতধী প্রাজ্ঞের মত;
দেখে যাও বয়ে চলা অবিরাম...  
এপারে ভেঙে ঘাট
ওপারে ঘর বাঁধা,  
এ কোন স্বরলিপিতে বাঁধা গান!
মায়া চাঁদ, চাঁদ মুখ
দুঃখের সে অসুখ
গোগ্রাসে গিলে খায় হাজার সূর্য...
তরবারি না উঁচিয়ে,
অনিমেষ পাহারায়,
তুমি লুব্ধক কোলে কি যে খুঁজছো!  
এখনও তো জানে না
গেছে যার সব খোয়া
বিশ্বাসে খিল দিয়ে জীবনের দরজায়;
বিচার মুকুট মাথায়
চেনা ভিড়ে, চেনা ঘুমে
কালের প্রহরী সে নিয়োজিত পাহারায়!