রোদের সোনা বসনে সেদিন
লেগেছিল সিঁদুর রঙা গান।  
ওড়নায় ঢেকেছিলো মুখ  
আকাশ লাজে, লালে লাল...  
আধখোলা চোখে নগর যখন
আধোঘুমে ছুঁয়ে দিয়েছিলো চুপ করে
সবুজ সুরের ঘাস কথা...  
তখন চুরি করে চুপিসারে
সেই স্বরলিপি একদল গিটার রঙিন,
নিয়েছিল উষ্ণ প্রানভরা ঘ্রাণ তার।  
আর সেই সময়েই ঠিক
রেলিঙে হেলানো পিঠ,  
আঙ্গুলের ডগায় লিখে দিয়েছিলো
প্রেমিকার খোলা চুলে
অজানা বিজয়ী পদ্য।
তারপর ধীরে ধীরে থেমে গেলে স্বর,
নিভে গেলে আলোর সুর,
তাকিয়ে নীলিমায় স্থিরদৃষ্টিতে  
আকাশ পড়া দুটো চোখ,
উজাড় করে ভরে দিয়েছিলো
একে ওপরকে, খোলামাঠে বটেদের বীজ।