সব কিছু আজ বড্ড ফাঁকা,  
নিজের সাথে নিজেই একা
নদীর চরে জ্যোৎস্না রাতে একটা খুঁটির মত।
হাওয়ার সাথে জল বয়ে যায়
নৌকা মাঝি পাড়েই ঘুমায়...
লন্ঠনটায় জলতে থাকে বুকের আগুন যত।

অজস্র ঢেউ আকাশ পাতাল
আমার মনের চিন্তা মাতাল,  
নিয়ম মেনে ঐ পাড়েতে চায় না যেতে তা...  
পাড়ের কড়ি ট্যাঁকেই গোঁজা,  
নয়কো যাওয়াও তেমন সোজা...  
ছাইয়ের মত পুড়তে থাকে আমার প্রতীক্ষা।  


একলা মনে ভাবছি বসে,
চলতে হবে কোমর কষে  
এড়িয়ে গিয়ে গোঁজামিলের হিসেব নিকেশ সব,  
জানি না যে ঐ পাড়েতে
আমার মত আর কে আছে,
বুকের মাঝে আগুন জেলে বিকিয়ে দিয়ে সব।


পাই যদি ভাই অমন তর
একলা মানুষ জড়োসরো,
নিঝুম রাতে হাতরে খোঁজে জোনাক জলা মন...  
পাড়ের কড়ি তাকেই দেব,  
দূর পথে হাত তারই নেব,  
ঘাসের ভেলায় ভাসবে হাওয়ায় একমত দুই ক্ষণ।