মৃত্যু কে, সে মৃত্যু জানবে কেমন করে?
এক লহমায় কাউকে কি চেনা যায়?
শেষ বাঁশের মাচায় স্থির
চুল্লির শিকারি দৃষ্টি নিবিড়,
মহাদ্যুত সে এসে ডেকে যাক,
কালের গ্রাসের করাল ডাক।
ধুপের ধোঁয়ায় শুধু ছবি তার আবছায়া,
অগঢ়ু গন্ধে ঢাকা শেষ লাজ সাদা রঙা।  
জীবন তবুও হাঁটে,
হয় সময়ের হের ফের!
নিজেকেও চিনতে,
সময় লাগে যে ঢের।
বহু পথের সাথী জেনো জীবনই আপন হয়,
মৃত্যু ক্ষণিকের অতিথি, কে দেবে তার পরিচয়?