কষ্ট নিয়ে ঘুমের দেশে কেউ দেয় পাড়ি,
কেউ ঘুমদেশ থেকে কষ্ট করে আমদানি।  
ছড়িয়ে পড়ে থাকে সকল পাড়ে কানাকড়ি,
মনের হাটে অমূল্যে তবু হয় বিকিকিনি।


ভালোলাগা খুঁড়ে খুঁড়ে মরে ভালবাসা,
কার দামে কে বিকোয়, কেউ জানে না তা।  
দিকভ্রমে ঘুরে মরে আশা ও নিরাশা...  
মন-প্রান্তরে বাস করে শূন্যতা।  


তেমনি সে এক মন ঘোরে অনিমেষ...
স্থান নাই, কাল নাই, নাই তার দেশ।
নিরলস খুঁজে ফেরা সেই মায়াময়ী,  
শুধু তারই পথে হাঁটা হয়ে পরিযায়ী।  


তাই ভাবে কাজ নেই আর তারে খুঁজে,  
নিভে যাবে আলোটাই, এমনি সে বুঝে
কষ্টটাই জোর করে চেপে ধরে বুকে,  
ভালবাসা ঘুমদেশে মাথা গোঁজে বুকে ।