কালো পর্দা নেমে এসেছে মঞ্চে
শিল্পীরা সব রঙের প্রলেপে ক্লান্ত।
ছড়ানো ছেটানো রস্টামেতে স্বপ্ন...
উইংসের খাঁজে আলোরাও বিবস্ত্র।
মেঝেতে এখনো সিরাজ ছুটছে ঘোড়ায়...
এখনও আগুনে আলো আধারির গঞ্জ...
ওই দেখা যায় মীরজাফরের উষ্ণীব,
এক কোনেতে পরে আছে নির্লিপ্ত।
তরবারিও আলতা রঙে নির্জীব
চোখ ও মনের বিবাদ করে ভঞ্জ!
সভাগৃহতে করতালি সন্ত্রস্ত...  
কুণ্ঠিত হয়ে আসনেতে ঢাকে মুখ ,
যুদ্ধবাজের হাতের নাগরদোলায়
কিছুক্ষণ সে দিয়েছে বেজায় সুখ ।
আস্তে আস্তে সবাই গেলে চলে
গুটি গুটি পায়ে আঁধার এগিয়ে আসে;
যেখানে নবাব দিয়েছিলো তার শির,
তারই সাথে আজও সে নিথর, স্থির...  
ছুঁয়ে যায় মাটি চুম্বনে ভালবাসে ।
অলক্ষ্যে কি যেন তুলে নেয় তার কোলে ...
স্বাধীন ভাবে মরতে সে না পারলেও,
শেকল ভাঙা কান্না একাই কাঁদে।