যেটাই বলি ভালো, তাকে খারাপ বলে লোকে...  
বুঝি না কেন খারাপটাই যে এতো ভাললাগে।  
আমার বোঝার বাইরে যে সব না বোঝারা আছে,  
সেই না বোঝারাই, বোঝার মত লাগে আমার কাছে।


কি করলে কি যে হবে সবাই যদি জানে,  
বাড়ায় না কেউ হাতটা তবু কেন সবার পানে?
তোমরা কি সব বোঝো কোনটা ছাড়ে, কোনটা টানে,
ইতিহাসের বইয়ে তবে বদলে ফেলো মানে।

এই যে মরছে এতো লোকে, তাতে কার কি আসে যায়?
বিশ্বাস নেই কারোর বোধে, সমস্যাটাই "দায়"...
দায় এড়িয়ে নাই বা গেলে, দিলে না হয় হাত বাড়িয়ে...  
তাতে, খারাপ ভালোর তকমা ফেলে কেউ যদি মান পায়!


তবেই বোধহয় বিশ্বজুড়ে গান হবে এক নতুন সুরে,
খারাপ ভালো, ঠিক বেঠিকের লড়াই যাবে ঘুঁচে...  
দানব-মানুষ মানব হবে, সহানুভূতি সবাই পাবে,
হাজার স্বপ্ন ভুপেন বাবুর গাইবে ভুবন জুড়ে।