যদি খুঁজে পেতে চাও হারানো যা কিছু,
হয় কার্ত্তিকের মাঠে প্যাঁচার ডাকে
দাঁড়াও এসে, ধানের গন্ধ মাখা চাঁদ রাতে...
দেখবে কোথায়, কখন, কিভাবে বাবুই বাসার ধারে
জোনাকি ধরছে ঠোঁটে,
জালতে আলো, মরে যাওয়া ভালবাসার ঘরে।
নাহলে দাঁড়াও সোজা এসে বেন্টিঙ্ক স্ট্রিটে,
ধূসর পাইপ হাতে লোলচর্ম নিগ্রো বুড়োটার পাশে...
কালের স্তম্ভে হেলান দিয়ে
সেই বুড়োটে চাঁদনি রাতে
দেখেছে অনেক কিছুই, আদুরে ছানির চোখে,  
রেখেছে হদিশ কোথায় তারারা পড়েছে খসে...  


যদি কুড়িয়ে নিতে চাও স্বপ্নের ফসফরাস, সাগর জলে
যেখানে ঢেউয়ের তালে আকাশপ্রদীপ তারা হয়ে সব দোলে...
মন খারাপের রাতে হেঁটে চলো গুটি পায়ে,
মুঠো ভরে মেখে নিতে হারিয়েছে যা কিছু তোমার, তাদের ঠিকানাতে।