কিছুদূর চলে গেলে সম্মুখে পথ নেই,
কিছু পথ হেঁটে গেলে আর কোনও মত নেই।  


আলোমাখা দিন নেই, জোছনার চাঁদ নেই,
ঘুমচোখে ঘুম নেই, সংসারে সার নেই,  


আয় নেই, ব্যয় নেই, মানবিক দায় নেই,
অসুখেতে সুখ নেই, চাহিদার শেষ নেই।  


মান নেই, হুঁশ নেই, চিন্তার লেশ নেই,
লাগামের রেশ নেই, বিদ্বেষে দেশ নেই,


দিন নেই, রাত নেই, লড়ার বিরাম নেই,
সম্মানে মান নেই, শিক্ষার দাম নেই।  


বন্ধনে মন নেই, ছুঁয়ে থাকা জন নেই,
ভাঙ্গনের বাঁধ নেই, দাঁড়াবার পাড় নেই,


বয়ে চলা গতি নেই, সুমতিতে মতি নেই,
বিচ্ছেদে ছেদ নেই, ইচ্ছেতে জোর নেই।  


দোষ নেই, গুন নেই, পরাজয়ে গ্লানি নেই,
জোড় হাতে ক্ষমা নেই, স্বভাবেতে ভাব নেই,


নেই নেই কিছু নেই, বলতেও বাধা নেই,
গড়বে নতুন দিন এমনও তো কেউ নেই।