সীমান্তে পোঁতা আছে কাঁটাতার...  
ফাঁক দিয়ে গলে গেছে পাহারা;
ছেঁড়া অন্তর্বাসের মত ঝুলে আছে তাতে
শুধু বিস্তর হলদেটে কালচে সময়।  
ভেজা সময় শুকোয় সীমান্তে কাঁটাতার!


নীল রাতে ঘাস থেকে দেখা যায়
কালো কালো জ্যামিতিক সেই ঝাউ;
উদাসীন চাঁদের কলঙ্কে ভাগীদার মায়ারাত, আর
ক্যানভাসে নিশ্চুপ মন তুলি কাঁটাতার।


দুইপারে বয়ে যায় জোলো হাওয়া,  
মাস্তুলে রাখা তার দায়ভার ...
সব খোওয়া জীবনের নাভিশ্বাসে
যন্ত্রণা দোলা দেয় পতাকায়।  
বোবা ভিখারির মত
চেটে নেয় সে ব্যাথা হাত পেতে...  
একা একা সীমান্তে কাঁটাতার!