অসুখ লেগেছে গায়ে সোনালি ধানের।
ধানের জমির পাশে একটা কুঁড়ে,
কুঁড়ে কুড়ে খায় জীবন সেখানে জীবন;
জীবন বাঁচতে গিয়ে যাচ্ছে কেবল মরে,
মরে যেতে যেতেও মরে না তার আশা।
আশা এখন ভুগছে অসুখ জ্বরে,
জ্বরে পুড়ছে আশার সকল গা,
গা থেকে গাঁয়ে ছড়িয়ে পড়েছে খবর,
খবর পেয়ে জড়ো বদ্যি হাকিম...
হাকিম দিয়েছে বিধান খোঁড়ার কবর।
কবর সাজানো আশার ফুলের গন্ধে,
গন্ধে এখনও সোনা ধানের অসুখ,
অসুখ খুঁজছে সুখের অভিধান;
অভিধান সব বদলে দিয়েছে মানে,
মানে খুঁজে চলে কবর অন্ধ পথে।
পথে আজও যদি দাঁড়িয়ে থাকে আশা,
আশা খুঁজে নিক একটা ছোট্ট কুঁড়ে,
কুঁড়ে ভুলে যাক মোড়কে সুখের অসুখ।