কে জানে কি যে হয়...
কোথাও কিছু আটকায় নিশ্চয়...
নাহলে কি এমন করে চলে যেতে হয়...
তখনও কি হাওয়া বয়?


চলে যাওয়ার মত যেতে হয়,  
ছেড়ে যাওয়ার মত করে নয়।


তখনও তো হাওয়া বয়...
দুরন্ত শ্বাসেরা শরীর দোলায়,
পিছিয়ে পরে সময়,  
না বলা কথারা ভিড় করে রয়...
প্রশ্রয় পায় ক্ষয়।


কে জানে কি যে হয়...
ঘড়ির কাঁটা থমকে দাঁড়ায়...
ঘিরে থাকা অভিমানের দাওয়ায়
মন শূন্যতা ছুঁতে চায়।


যেতেই হবে, তাই যদি হয়  
তবে তো যেতেই হয়...  
তবুও...
তখনও তো হাওয়া বয়...


ছেড়ে যাওয়ার মত করে নয়,
চলে যাওয়ার মত যেতে হয়।


তখনও কি হাওয়া বয়?
নাহলে কি এমন করে চলে যেতে হয়...
কোথাও কিছু আটকায় নিশ্চয়...
কে জানে কি যে হয়...