ওরা ছায়ার সাথে কথা বলে,  
বটের ঝুড়ির নীচে
তালি মেরে তাড়ায় শ্বাপদ,
আর নিজেদের পিছু পিছু চলে  
খুঁজে মরে কি যে,
পার করে আলোর দাপট।


অস্ফুট আলগোছ কথাগুলো
আনমনে হাওয়ার বাঁকে
পড়ে থাকে আঁধার মাখা কোণে,
যেন ছুঁতে চায় কাকে।
অন্ধকারে ঘোলাটে চোখগুলো
তীর ছুঁড়ে মারে মনে,
যদি কেউ তখন স্বপ্ন বোনে
তা চুরি যায় এরই ফাঁকে।