পুড়িয়ে দিয়েছি আগুনে তিনটে ডাইরি...
দাবানলের মত কথার অরণ্যে
ঝরে গেছে ধুলোর মতন শব্দেরা,
নাকি ছাইয়ের মত উড়ে গেছে, জানি না...
আজ শুধু ভস্ম মেখে স্মৃতির কথারা
স্তূপীকৃত বর্ণের মুঠোভরা সজ্জার ভারে জীর্ণ, দীর্ণ...
একটি কলমের মুখে লালা ঝরায়
পঙ্গু চেতনা নিয়ে ব্যাকুল নিথর দৃষ্টি,
পোড়া গন্ধে ঝাপসা তিনটে ডাইরি...


কো জাগতী অক্ষক্রীড়ায়
সাদা কাগজে বানিয়ে সপ্ততরী
আমি শুধু তুষের কলমে এঁকে চলেছি বৃষ্টি,
ভিজছে শুধু সুদূর ছাইয়ের গাদায় তিনটে ডাইরি...