মেঘের বুকের ভেতর বাস্প,
আর রোদের বুকের ভেতর ক্ষত নিয়ে
মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী হতে হতে
কুয়াশা হয়ে কোন ছায়ার হদিশে
না জানি টুপ টাপ ঝরে যায়;


নীল কুয়াশা ঢেকে দেয় ছায়ার শরীর...
আর না জানি কিসের তীব্র অপেক্ষায়
শীত মাখা জীর্ণ শরীরে ফুটে ওঠে হাস্নুহানা
এমনই দিশেহারা আশকারায়, পৃথিবীর উলটো পিঠে
পড়ে থাকা ফেস্টুনে... মহাজাগতিক সৎকারের প্রাক্কালে,
বারুদ বিছানো বুকের গালিচায়!
ধুলো জমা বিশ্বাসের ছাইয়ের গাদায়
বিষাক্ত স্বপ্নেরা জ্বলে যায় তারাদের মতো...
আর ভাবে একদিন যদি কেড়ে নিতে পারে
মেঘের বুকের বাস্প থেকে সূর্যের বুকের ক্ষত।


ঝরে পড়া আগুনেরা থাকুক অপেক্ষায়, ছায়ার কুয়াশায়
শূুধে দিতে মুহূর্তের ঋণ, মুহূর্তের হাতের পাতায়... শান্তিতে!