তোমার নরম ডানায় যোজন দূরত্ব উড়ে এসে
আমায় যদি ছুঁতে পারো সবার আগে...
তোমায় মতিঝিলটাই দিয়ে দেবো।
মেলে দিও বাহার ভেজা চুলের
ঝিল আর পাড়ের সীমানায়,
জ্বলন্ত সে মেঘের মিনারে;
হেঁটে যাবো আমি সে পাঁচিল ধরে...  
আর তুমি ঠোঁটের পাপড়ির হাওয়ায়
ভুল করে, ভুল পথে, ভুলের সে সময়ে
চাষ করে সে জলায় টুপটাপ মোতির বাহার,
উড়িয়ে দিও চোখের কোলে মেঘেদের দায়ভার!


তারপরে পাঁচিলের শ্যাওলার গায়ে রেখে দিয়ে যেও
নরম ডানা, ভেজা চুল, মুক্তা বাহার ছোঁওয়া, আর
ঝিলে শুধু তুমি জ্বলে থেকো শুক্তির বুকে...
নিয়ে ঢেউয়ের দোলায় দোলা স্মৃতির বাহার!