দিব্যি! দিব্যি! দিব্যি!
তিন সত্যি করে বলছি...  
বলার মতন কিছু নেই আজ, তাই তো আমি চলছি।


এই আকাশপথে উড়ছি...  
ঝরছি আর দুলছি,
দুলছি আর উড়ছি,
বৃষ্টির মত পড়ছি?


না গো... ছাইয়ের মত ভাসছি।


ভাসছি আর ভাসছি...  
ভেসে তোমার কাছেই আসছি,
বলার মত যদি কিছু পাই, বলার কথাই ভাবছি।


সেই আশাতে মন বাঁধছি,
তবে বলবো কেমনে ভাবছি।
যেদিন শুনতে চাইবে তুমি, সেদিন পানেই চাইছি।
তবে কি এখনও কাঁদছি?


না গো... ছাইয়ের মত ভাসছি।


দিব্যি! দিব্যি! দিব্যি!
তিন সত্যি করে বলছি...
না বলা কথা খুঁজে নিয়ে আমি, তোমার কাছেই আসছি।