আমি ব্যর্থ ! যথার্থ !  
তাই আজও অব্যক্ত !  
জয়ের নিশান উড়বেই জানি,  
আজও তাই আমি সমর্থ।

আমি হেরেছি তবুও মানিনি তো হার,
ভেঙ্গেছে যে আশা বারংবার,
তাই জিতের লক্ষ্য দিয়েছি নিজেকে,
বুকেতে স্বপ্ন নিয়ে দেদার।


মন তো আমার, মানুষ তো নয়,
জোড়া দিতে কিছু ক্ষয়ও তো হয়,
বাঁচে যদি চোখের উঁকিতে ঝুঁকি,
শূন্য তখনও হেরেই রয়।


হিসেব হয়ত মিলবে না আর, ষোলোআনার কোনদিনও,
যেটুকু পাব, সেটুকু থাকবে যত্নে জেনো সেই দিনও।
জেদের বশেই শূন্য যদি ছুঁড়ে ফেলে ফের ধুলোর গায়ে,
জেনো অদম্য জেতার স্বপ্ন শূন্য পেরোবে সেই দিনও।


জয়ের নিশান উড়বেই জানি,
আজও তাই আমি সমর্থ।
আমি সেদিনই হব ব্যক্ত।
আমি অব্যর্থ ! যথার্থ !