বিনোদিনী রাই,
কার বিরহে বসে থাকো কদম্বতলায়...  
একলা কাঁদো কিসের জ্বালায় গো কলঙ্কিনী,
কার বিরহে বসে থাকো কদম্বতলায়।  


কালো মেঘে মন হারিয়ে
দিলে তুমি হাত বাড়িয়ে,  
পারলে তুমি ছুঁতে কি তাকে ও বিনোদিনী...
কার বিরহে বসে থাকো রাই কদম্বতলায়।


তারায় ঢাকা রাতের আকাশ
খোঁজো আঁধারেতে কার সে সুবাস,
পাশে বসা আমার এ ঘ্রাণ
কি পাও না গো রাই...
কার বিরহে বসে থাকো কদম্বতলায়।  


চেয়ে দেখো পাশে আছি,
তবু কাঁদো নাই যে তারি লাগি গো...  
আমি নই সে মনচোর গো ও কলঙ্কিনী,  
কার বিরহে বসে থাকো রাই কদম্বতলায়।