তাড়িয়ে নিয়ে চলেছো শুধু
কে বড় তার খোঁজে...  
আমি ও আমার ছায়ার
অনন্ত সে ছুট,
একই অভিমুখে।


সোজা চলে কখনোও ছায়ার অনুসরে
আমি বড় হয়ে যাই,  
কখনোও আমার অপসূরে
ঘুরে ঘুরে ছায়া জিতে যায়, বড় হয়...
সে বড় কঠিন লড়াই!


আমি আমার ছায়ার রাজা...
তবুও যদি রাজাই জিতে যায়;
স্তম্ভ শিখর সুখে
খর্ব হলে রাজদণ্ড,
রাজা হওয়াও দায়!