মাঠের ওপারে বন, আগুন জ্বলছে বনে;
দগদগে লাল রঙ, কি জানি কি আছে তার মনে!
আগুনের ওইপারে কিছু মানুষেরা বাসা বাঁধে...  
আগুন নিভলে আসবে বনে একসাথে এই সাধে,
জোনাকির মত মিটিমিটি সেই স্বপ্ন দু'চোখে জ্বেলে
তারই আগুনে খোঁজে তারা সুখ, বনেতে আগুন জ্বেলে।


আর, লাল রক্ত পুড়ে যায় খালি নীল আকাশের তলে...  


বাতাস উড়ে বেড়ায় ঘুরে পাকস্থলীর বাঁকে,  
প্রশ্নগুলো বেড়ায় খুঁজে দুষবে তারা কাকে...  
ঘাসজমি সব ছাই হয়ে গিয়ে জলার জংলা কোলে
স্বপ্ন বাঁচা পাওয়ার মাঝে ত্রিশঙ্কু হয়ে দোলে!
শুধু ভাতের গন্ধ লাফায়, গড়ায় সারাটা মাঠ জুড়ে;
আর কাশের রঙে ঢাক বেজে যায় বনের অল্প দূরে।


আর, আঁধার ঘরের দাওয়ায় শুধু নিভন্ত দীপ জ্বলে...


মা এসেছে একচালাতে আটচালার ওই ঘরে,
লাগবে মাটি, গাছের গুঁড়ি খাতিরদারির তরে...
তাই সঙ্গি সাথী দল বেঁধে সব বনের দিকে চলে।
তখন পোড়া বনের গন্ধ তাদের আঙ্গুল তুলে বলে
"ফিরে যা আজ, মা কে তোরা আসতে বলিস পরে
নিভবে যেদিন আগুন বনে মায়ের ভাতের বরে"!