এমন করেই এসেছিলো সে
ছুঁয়ে দিয়েছিলো কুয়াশার মত
ধীর থেকে ধীর...
ওই যে দূরের পাহাড়ের পেছনে পাহাড়,
আর তার পরে আকাশ,
তারই মত ঝাপসা, স্থির ...
তেমন করেই রয়েছিলো সে,
পরাগবৃন্তে মৌলোভী যেন
ভ্রমরেরা অস্থির...
যেমন বাতাস ঝড় হয়
বড় অসময়ে;
আর ভেঙে দিয়ে যায় নীড়...
তেমন করেই গিয়েছিলো সে চলে!
তার পরে আর
কবিতা হয়নি লেখা...  
যা হয়েছে তা শুধুই কিছু কথা;
বলার জন্যে বলা।
ক্ষুধাতুর আজ নয় আর মন
তাই ফলে না ফসল বনে...
ভালো লাগে শুধু তাই
মাঠও হলুদ আজ,
শীতের মরশুমে!


শক্তি নিয়ে ফিরে এসো স্ফুলিঙ্গ...
এখন আবারও আগুন হতে পারো!
কারণ এখনও কুয়াশা পড়ে...
পরাগবৃন্ত দোলে হাওয়ায়...  
ঝড় হওয়ার আগে তুমি
ওই যে দূরের পাহাড়ের পেছনে পাহাড়,
আর তার পরে আকাশ,
উড়ে এসো ভ্রমরের মত, মৌলোভী...
বাঁচার খিদের লড়াই হয়েছে শুরু;
চাইবাসার কলম থেকে আবার
লাল নীলে ঝড়ো তুমি।


স্ফুলিঙ্গ তুমি কবিও,
আবার কবিতাও অনবদ্য।