স্বপ্নের বুদবুদ গল্প খুঁজে বেড়ায় ঘুমে...  
ধোঁয়া ধোঁয়া সুখ চাইনি কখনোও ছুঁতে!
এক নিঃশ্বাসে পাখা মেলে যে
ভ্রমেতে সাজানো বিষের প্রাসাদে
নিয়ে যাবে কোনও অন্য ঝড়ের কোণে।


বেসামল জড়ো অশান্তি ভরা বুকে
বেঁধেছি নৌকা অন্য ঝড়ের সুখে...
পথ খুঁজে নেয় নাবিকও তুমি ছাড়া,
তুমি ছাড়া সে কিনারা ধোঁয়াশা ভরা!
অল্প গল্প স্বপ্নের খেয়াপথে
সুখের বদলে অসুখ মুঠোহাতে
চেয়েছি কেবল আগুনে মেলতে ডানা...  
উড়েছে ঝড়েতে সুখের পরওয়ানা!


বোঝাতে পারনি কখনো জানি
ঘোরের মধ্যে চলেছি আমি,
নেশারই মতন দোলায়!
চমক লাগা আলোর শব্দে
দূরের থেকে দূরের অব্দ কালে
ছিটকে যাওয়া আগুন ফুল্কিগুলো
চেয়েছি ধরতে তুলে;
ঘরের পথটা ভুলে...  
আর আমার পেছনে
সূর্য রঙের দিনে উড়ছে পাখী,
বয়েছে বাতাস, নরম তুলতুলে!