আজ কিছু আর আসছে না যে মনে,  
তাই একলা কিছুটা সময় নিজের সাথে
চেয়েছি সঙ্গোপনে,
চায়ের কাপেই বলবো কথা গুলো...  
আমি, সেসব তুমি হয়েই শুনো।


আমার মত তুমিও তো বহু পথ
দিয়েছ পাড়ি হাজার মতের ভিড়ে,
ভীষণ ছাঁটের ঝোড়ো হাওয়ায় মিশিয়ে মনের গুঁড়ো,
উড়েছ ধুলোর মতই, হাওয়ার হৃদয় জুড়ে।


গরম চুমুকে তৃষ্ণা মেটে না ঠিকই,
তবু আলস্যেরই রসনা তৃপ্ত করে
দাঁড়িও সোজা, আর ধোঁয়া ধূসরিত ঝাপ্সা দৃশ্যপটে
হাতের মুঠোয় মনটা আমার, ধোরো শক্ত করে।


যদি কোনও কথা নাই বা আসে কানে
আড়ি পাতার চেষ্টা করো জমাট মনের
দীর্ঘশ্বাসের কোণে,
অজানা মোর কথাগুলো যদি তোমায় সামনে পেয়ে,
কান্না মেখে বেড়িয়ে আসে বুকের জানলা খুলে।  


তবেই না হয় আবার দুজনে মিলে,
বলবো কথা হাজার কথার ভিড়ে
সাজিয়ে নিয়ে মনের দালানকোঠা, আবার
বলবো কথা নিজের মত করে।


এমনই থাকা নিজের সাথে আমার,
বলা কথা একলা আমার সাথে,
শুনবে আমায় হাজার মতের ভিড়ে...
আমার মতই অনেক ভবঘুরে।