আজও বেঁচে আছে সে
আগুনের ভিতরে,  
দ্যাখো তো সবাই তাকে
আগুনের বাইরে...  
বহুদিন না দেখে
পারো না তো চিনতে
ছায়া ঘষা কাঁচেতে;
মনে নেই মুখ তার,
ব্যবহারে বহুবার
ভুলে গেছো দায়ভার!


ফাগুণের জ্বালাধরা
আগুনের উত্তাপ,  
ছানিঘেরা আঁখিপটে
রেখে গেছে ছাই ছাপ...  
তাই তো এখনও সে
বদলায় হাতে হাতে;
মনেতে বারুদ নিয়ে
বন্ধুর পথ দ্যাখে,
ছাই জ্বলা শরীরের
নেমিতে বারুদ ভরে!


আজও চেয়ে আছে সে
আগুনের বাইরে,  
চারদিকে তাকিয়ে
আগুনের ভেতরে
রেখেছে বন্দী করে
নিজের এই মনকে;  
মুক্ত শরীরে সে
লেলিহান শিখাতে,  
আকাশেতে থাকে চেয়ে...  
বসনের আশাতে!