একটা নীলচে পালক গেলো উড়ে...  
ক্ষয়ে যাওয়া ছায়ার সাথে সাথে
জংলা নিথর শিরশিরানিতে,
বাঁশের ঝোপে জলার ধারে,
একটা কালো পানকৌড়ি
তোমার বুকের থেকে
নীলাভ স্বপ্নটা হঠাৎ ঠোঁটে করে নিয়ে
দিঘির জলের গভীরে দিলো ডুব...
তবু ভেজা চামড়ায় টান লাগে,
ঠাণ্ডাটা জাঁকিয়ে বসেছে খুব;
ছায়া রং মাখা জল চঞ্চল,
জমাট ব্যাথার কেন্দ্রস্থল...
নাম না জানা কোন পাতাল থেকে
ধীরে ধীরে চলার পথে খোঁজে,
অন্ধ ধোঁয়ামাখা রাতের গন্ধ
হাতড়িয়ে আলোর কঙ্কাল,
বিবর্ণ, নরম অথচ উষ্ণ
তোমার বুকের থেকে...


তোমার বুকের থেকে
শুধু জ্বালিয়ে রাখো তুমি,
পালক ছেঁড়া ব্যাথার ছায়াছবি...  
আর নীরব শীতের রাতে কান্না গাঢ় নীল।