আজ একটু মদ খাবো।
একটু মাতলামি করবো, আর
অলিন্দ বদলে যাওয়া বুকে
মাঝরাতে চেঁচিয়ে বলবো...  
আগুনের মাঝ দিয়ে হেঁটে চলে যাবো
ওইদিকে নিশ্চয়ই জেনো!
কারোও কথা শুনবো না আজ,
তোমার তো নয়ই...
টালমাটাল পৃথিবীর গায়ে
স্থির পায়ে হেঁটে পার হবো
অগুন্তি গাছের ছায়া, চাঁদের আলোয়!
এলোমেলো পায়ে সে ছায়ার ঘোরে  
তুমি শুধু এসো সাথে...


এই অসময়ে আকাশ থেকে
যদি একটা তারা খসাতে পারো,
একটা চুমু খাবো তোমার হাতে ...
রক্তছন্দে আমাজন বন
শান্ত হোক সেই বায়নায়, শ্রান্ত হোক
বুকে হেঁটে চলা এ সরীসৃপ মন।
তারপর নয় ফিরে আসা যাবে
এপারে ভোরের আলোয়,  
তখন না হয় শুনবো তোমারই কথা...  
অস্থির পায়ে রোদ্দুরে গুনে ছায়া
স্থির পৃথিবীর গায়ে, চারহাত ঘেরাটোপে
জমাবো রাতের তারা!
তুমি শুধু থেকো সাথে...  


সময় পেলে কখনও
আরও দূরে নিয়ে যাবো তোমায়,
অন্য সে এক রাতে...  
তুমি শুধু থেকো নেশা হয়ে সাথে...
আমার মাতলামিতে!