... আর আমার কিছুটা বেঁচে থাকা
টিমটিমে আলোতে খুঁজে বেড়ায় অতীত;  
চিলেকোঠার হাজার ঘুমের ঘোরে,  
পার হয় রাতদুপুর।
ছাই চাপা অন্ধকারে
নিঃশ্বাস ঝুল হাতড়ায়...
ছেঁড়া মলাটে নাম লেখা দেখে,
নোনা ধরা দেওয়াল ছুঁয়ে  
বিছানায় শুকায় চাদর;  
পার হয় রাতদুপুর।
শুধু কিছু রাত
চিলেকোঠার হাজার ঘুমের ঘোরে,  
টিমটিমে আলোতে খুঁজে বেড়ায় অতীত...  
আর আমার কিছুটা বেঁচে থাকা।


যদি আর ফিরে নাই আসি
কোনোদিন তোমার কাছে...  
এই ঝুল-অন্ধকার ঘরের কোণ,
চিলেকোঠা, রাতদুপুর ছেড়ে
সাগর পারে স্বপ্নের নীল বালুচরে;
মনখারাপের পড়ন্ত গোধূলিতে
টিম্‌টিম্‌ করে জ্বলা ফস্‌ফরাস্‌
সাগরের ঢেউয়ে ছুঁয়ে দেখো পায়ে...  
আর অতীতের হাজার ঘুমের গন্ধ
মুঠো ভরে নিও নোনা জলের ছাঁটে।
বালুচরে শূন্যতার দেওয়ালের হেলানে
আমার কিছুটা বেঁচে থাকা,
ভেজাক না হয় তোমার চাদর...
শুকিয়ে নিও রাতদুপুরের উত্তাপে।