একটু এগোতেই নাকে পড়লো গন্ধটা...
ঝাঁ চকচকে শহুরে কেতাদারি  
আর তারই ফুটপাথের ধারে
অযত্নে রয়েছে পড়ে অবহেলায় ...


এরকমই হয়ে থাকে আজকাল!  
নিত্য প্রয়োজনীয় সবই অপচয় কাঁচা পয়সায়...
কারও সাধ্যাতীতেরও দূর
করুন দৃষ্টি ছুঁয়ে, আদর নাগালের 'পারে
অযত্নে রয়েছে পড়ে কারও উপেক্ষায়...
পৃথিবীর সেরা গন্ধ সেটাই...
শহরের ঘিঞ্জি অলিগলির থেকেও
ঘিঞ্জি তাদের পাকস্থলীর বাঁক;
মানুষ হয়নি এখনোও এরা...
শহুরে ফানুসে দুঃখ উরিয়ে তারা
মানুষ হওয়ার রসদ জোগাড় করে...  
কলা পাতায় গরম ভাতে ডালের মায়া!  


একটু এগোতেই নাকে পড়লো গন্ধটা...
ঝাঁ চকচকে শহুরে কেতাদারি  
আর তারই ফুটপাথের ধারে
খালি চোখে তারা অবহেলা জাপটে ধরে...