জ্বলছে নিবছে নিওন আলো...  
তুমি আসবে বলে
এ শহরেতে আজ,  
মায়ের কোলে
দুধের শিশুর
আজকে ভীষণ কাজ...  
সে জানে তার ঘরটা কালো!
নতুন যত জামা জুতোয়
উড়ছে জাতীর বাপ;
আর কাজের মূল্যে
পায় ছেলেটা
আশ্বিন-শেষ তাপ।  
সেই তাপই তার সৌর প্যানেল...  
ঘরে তার ফুটো ছাদ,  
তবুও শহুরে নিওন আলোয় পড়ে গেছে যা বাদ,
ঘরের মাঝে ঝরছে তা হয়ে মায়ের আশীর্বাদ...
দেখি হাসছে ছেলে মায়ের কোলে,  
বুকের মাঝে জাপটে ধরে স্নেহ উপহার!