সংসার আমায় চায় না, কি করব আমি, বল?
ওই পাহাড় ডেকে বলে, আমার সাথে চল


নদী ডাকে তার মায়ার চোখ দিয়ে, কি স্নিগ্ধ!
এই নগরে পলেস্তার খসা স্বপ্ন, হৃদয়টা দগ্ধ


মেঠো পথে হরিৎ বনানী বিছিয়ে মায়ার আঁচল
ডেকে বলে কাঁদিস নে, মুছে ফেল চোখের জল


ব্যর্থতার দিনলিপি খুলে বসে হিসেবের ডালা
ঘর বেঁধেছি শূন্যে আমি আকাশকে করেছি চালা


সন্ধ্যা রাতে একলা আকাশ শূন্যে পেতে দিই বুক
বাতাসের সাথে সঙ্গম, দিন শেষে অটুকুই সুখ