জন্মের পর জ্ঞান হয়ে
জন্মপিতার বাবা নামটি শুনি,
তার পর জীবনে অনেক
বাবার নাম যে আমি গুনি।


পাগলা বাবা, নেংটা বাবা,
পেষায় তারা কবিরাজ,
দরবেশ বাবা, ফকির বাবা,
ঝার-ফুক করায় তাদের কাজ।


পীর বাবা আর সাধু বাবা
মরফতি, মুর্শিদি কথা বলে,
মুরিত দের সনে সেবিয়া সিদ্ধি
তারা ভবের নৌকায় টলে।


ভন্ড বাবা, ঢোকা বাবা
করিয়া ছলচাতুরী-ছলনায়,
অবুজ নারীকে করিয়া নিশানা
ধীকে ধীকে করে তার ক্ষয়।


ইয়াবা বাবার নাম কখনো শুনিনি
আধুনিকায়ন নেশা চমৎকার,
এই নেশায় পরে কপোত-কপোতি
এখন জীবন করে ছারখার।


কে ভেবেছিল  আসবে এই 'বাবা'
নেশায় মাতাবে দুনিয়া,
নেশারুদের যে এসেছে সু-দিন
মৃত্যুপথ  আসিয়াছে ঘুনিয়া।


এই বাবার যে কেরামতি অনেক
স্বতেজ রাখে অঙ্গ-প্রতঙ্গ,
ইয়াবা বাবা হচ্ছে বাবার-বাবা
জন্ম দাতা বাবাদের 'আতংক' !