আমায় কেউনা আদর করে
বাবার কথা তাইতো মনে পরে,
বাবা আজ দূর থেকে বহুদূরে
আরতো সে আসবে নাহি ফিরে।


বাবা করতো অনেক আদর
সোহাগ করে বলতো আমায় বাদর,
বাদর ছেলে আজ বাবাকে খুজে
আসেনা ফিরে ডাকটা বাবা বুঝে।


আমি যখন থাকতাম না ঘরে
বাবা ডাকতো সোনা বাবা করে,
মধুর সে ডাক আজো মনে পরে
বাবার কোলে উঠতে ইচ্ছে করে।


বিকেলে যেত পারুলীয়ার হাট
পোহাতো কত তেল খড়ি কাঠ,
তবু বাবা আনতো কিছু কিনে
দিত সদাই আমায় প্রতিদিনে।


নিয়ে যেত আমায় ঘারে করে
হাটতো বাবা তিস্তা নদীর চরে,
মা সেদিন পরতো ভাল শাড়ী
ঘাট পেরিয়ে যেতাম মামার বাড়ী।


লেখা পড়া আছে ঠিকঠাক
নাকি স্কুলে দিয়েছি  ফাঁকি,
একটু পড়ার কমতি হলে
বড় হতো তার দুটি আঁখি।


লেখাপড়া করে দারগা হবো
এই ছিল বাবার ভিশন,
আজকে আমি তাই হয়েছি
পুর্ণ হয়েছে বাবার মিশন।

আজকে বাবা কোথায় তুমি
হয়েছো স্বর্গের তারা,
দেখলে তুমি হতে যে আজ
খুসিতে আত্বহারা।


বাবার সপ্ন পরিলে মনে
দুচোখ বেয়ে অশ্রু ঝরে।
কেন বাবা হয়েছো  তারা
আমাদের পর করে।


ইং ২৭/১১/২০১৭ তারিখ
দুপুর ০১.০০ ঘটিকা