কেন এত আশা?     কেন ভালোবাসা?
         কেন ভালবাসতে চায় মন?
ভালোবাসার মালা      সেতো বেশ জ্বালা
         ভালোবাসা তবু জীবনের রণ।


ভালোবাসা?        
লোকে জানাজানি    শুরু হলো কানাকানি
         কেহ ভালোবাসা মেনে নেয় না
ভালোবাসা খাঁটি      তবু পুরোটাই মাটি  
     কেহ ভালোবাসার স্বীকৃতি দেয় না।


'ক্ষনিকও দিবসে        মনেরও হরষে'
     দুটি মন বাঁধে ভালোবাসার ঘর
যবে কেহ যাবে জেনে    নিবে কি তা মেনে
     না; সে দুজনাকে করে দিবে পর।


'আশা না মিটিতে     হৃদয় না জুড়াতে'
       প্রেম ভালোবাসা যায় দূরে সরে
দুটি মন এক            তবুও ফারাক
     করে দিয়েছে জগত জনম ভরে।


প্রেমের দায়ে দোষী    কারে করিতে খুশি
    আত্মহতি লাইলি-মজনু শিরি ফরহাদ
করিয়া পন            প্রেম বিসর্জন
    ইহা কি ছিল তাহাদের বরাত?


প্রেম পিরিতের দায়      কি করিলে হায়!
     লোকে ভালোবাসা নেবে মেনে
ভাঙ্গা মনের আশা     হারানো ভালোবাসা
        ফিরিয়ে দেবে  এনে।


লোক মুখে কয়        তাতো হবার নয়
     কেহ করিবে না এমন কাজ
রীতি ভাঙ্গিতে           প্রেম রাঙ্গিতে
    জগতে যে সকলের লাজ।


কি করিলে বলো?     পাইবো তাহারে
     পাইবো ভালোবাসা ফিরিয়া
কি করিলে হবে?      ভালোবাসার জয়
পৃথিবীকে রাখবে ভালোবাসা ঘিরিয়া।


১০/০১/২০২৪ খ্রি:
    পঞ্চগড়।