বিজয় দিবস আসলে আনন্দে মাতামাতি
মনুষ্যত্বের অন্তরালে কতইনা জাতাজাতি।
আচ্ছা বিজয় মানে কি রং বেরঙ্গের সাজ?
আমিতো জানি বিজয় মানে আনন্দ উল্লাস।
বিজয়ের দিনে কেউ বা দেখি চলে ডানে-বাঁয়ে
কেউবা আবার পতাকাটা জড়িয়ে নেয় গায়ে।
পতাকাটা গায়ে জড়ানো বেহায়াপনার কাজ
তুই রে ভাই বাঙালি: নেই কি একটু লাচ।
পতাকাটা গায়ে জড়ানো জাতীয় সম্মান
জাতির কোন কাজে নেই, নিস নিজে নিজের মান।
কেউবা আবার বিজয়ের দিনে আনন্দেতে মাতে
পাড়াপড়শির খবর জানে না, কিছু যায় না আসে তাতে।
তুই একাই আনন্দ করলে লোকে বলবে পাগল
রংবেরঙের কাপড় পড়লে আরো বলবে ছাগল।
পাগল-ছাগল ভালো না কবির কথা ধরো
আসে পাশের গ্রামের সকলকে করো জড়ো।
দেশ বিজয়ের ইতিহাসটা সকলে যেন জানে
লাল সবুজের পতাকা উড়াও আকাশ পানে।


ইং ১৬/১২/২০২০ খ্রিঃ