আমার হৃদ মাঝারে যত্নে গড়া
ছিল একটা ঘর,
সেই ঘরেতে আজকে আমি
নিজেই হইছি পর।


শখের ঘরটা কাটছে শুধুই
বিশ্বাসের করাতে,
এই জনমে- এই কি ছিল?
চার ইঞ্চি বরাতে।।


ঘর কেটে সে পায়না শান্তি
তাতে আগুন জ্বালায়,
সারে তিন হাত জীবন খানি
ভাসায় কষ্টের ভেলায়।।


কষ্টের ভেলায় চরিয়া আমি
মাঝ দরিয়ায় ভাসি,
শুকতারার আজ সুখ- শুনিয়া
চক্ষূ মেলে হাসি।।


১৩/১০/২০১৮ খ্রিঃ।