নিশিতে জেগে কত লিখেছি চিঠি
জ্বালিয়ে কুপি মিটিমিটি,
গোটা গোটা অক্ষর সুন্দর করে
লিখিতাম চিঠি একা ঘরে।
বর্নিল খামে যতন করে
চিঠি যেত প্রিয়ার তরে,
সুন্দর নগরের এক সুন্দর মন
সেইতো ছিল মোর প্রিয়জন।
ফিরতি চিঠি আসবে বলে
হৃদয় ভাসতো অথৈ জলে,
একখানা চিঠি আসিলে তার
একাকি পড়িতাম বারংবার।
এমনি ভাবে চিঠি চালাচালি
চিঠিতো নয় যেন চাঁদ একফালি,
হৃদয় নিঙ্গড়ানো ভালবাসা
ঘর বাধিবার কতই আশা।
আজিকেও আমি লিখি তারে          
ফেসবুক ইনবক্স-ম্যাসেঞ্জারে,
চিঠির মত নাহি এতে সুখ
চিঠিতেই আনন্দে ভরিত বুক।


০৫/০৭/২০১৮ খ্রিঃ।